১৯৭১ সালরে মহান মুক্তিযুদ্ধে বাংলাদশে পুলিশের প্রথম সশস্ত্র প্রতিরোধ ও দীর্ঘ নয় মাসের রক্ত সংগ্রামে পুলিশ সদস্যদরে আত্মত্যাগরে গৌরবময় ইতিহাস সর্বসাধারনের কাছে তুলে ধরার লক্ষ্যে প্রতিষ্ঠিত ’বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর’ এক বছর পূর্ণ করতে যাচ্ছে। আগামী ২৪ মার্চ ২০১৪ খ্রিঃ তারিখে এই জাদুঘরের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী। সারা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযুদ্ধকালীন পুলিশের গৌরবময় র্দূলোভ স্মৃতিচিহ্ন ও স্মারকসমূহ সংরক্ষন ও প্রর্দশন করে রাখা হয়ছে এই জাদুঘর। প্রতিষ্ঠার পর হতে এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষের মনোযোগ আকর্ষণে সক্ষম হয়েছে।
- +8801907480701
- uniongroup1@live.com